হে মানুষ, মুমিন-মুসলমান
- এস আই তানভী - শুক্রবারের কবিতা

.
ইসলামের ধারক-বাহক হয়ে
এসেছেন শেষ নবী মোহাম্মদ,
আমরাই তাঁর শেষ জামানার
প্রিয় থেকে বেশি প্রিয় উম্মত।

হেরা পর্বতের ছোট গুহায় রাত-দিন
করেছেন ধ্যান সত্যানুসন্ধানে,
সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় সহেছেন কষ্ট
তেষষ্টি বছরের সমগ্র জীবনে।

চল্লিশ বছর বয়সে পেয়েছেন নবুওত
জামানার শেষ নবী ও রাসুল তিনি,
ভুল পথে মানুষের জীবনযাত্রা দেখে
ফেলেছেন কত যে চোখের পানি!

শেষ জামানার সেই পথভ্রষ্ট উম্মতকে
সঠিক ও সুন্দর পথে ফিরিয়ে আনতে-
জীবনের প্রত্যেক মুহূর্তে করছেন কষ্ট
আপন কথা ভুলে বেরিয়েছেন পথে পথে।

সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব 'আল কোরআন'
দুঃসময়ে হয়েছিল নাযিল তাঁর-ই উপর,
কোরআনের বাণী উম্মতের প্রাণে পৌঁছাতে
ছেড়েছিলেন আপন জ্ঞাতিগুষ্টি, বাড়ি ঘর।

আমরা সেই উম্মত আজও সেই পথভ্রষ্ট,
আজও নিশ্বাসে নিশ্বাসে পাপে থাকি মিশে,
জন্ম-মৃত্যু, পাপপুণ্য আর পরকাল ভুলে–
শুধু ইহকাল নিয়েই ভাবনা; যাই ভালোবেসে।

হে মানুষ, মুমিন-মুসলমান- করো স্মরণ,
মহা বিচারের দিন মাবুদ যখন দিবে ডাক-
পাপ-পুণ্যের হিসেবও রয়েছে যার কাছে;
তার মুখোমুখি হয়ে সেদিন কি দিবে জবাব?

এখনো আছে সময় ফিরে এসো তোমরা;
পৃথিবীর সেরা মানব মুহাম্মদ এর দেখানো পথে,
দুনিয়ার সর্বত্রে মহাশান্তি হবে প্রতিষ্ঠিত,
পরকালীন মুক্তি মিলবে নরকের আগুন থেকে।
-------------------
০৭/০২/২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০২-২০২০ ২০:৩৯ মিঃ

এখনো আছে সময়