বসন্তের আগমন- একটি আমগাছ
- এস আই তানভী

.
রান্নাঘরের গা ঘেঁষে টিনের চালা অবধি
বেড়ে ওঠা একটি আমগাছ,
বয়স প্রায় আঠারো-কুড়ি তো হবেই;
ফল দিয়ে আসছে বছর দশেক থেকে,
শুরু থেকে কোন বারই সে
সুস্বাদু ফল দেওয়া বন্ধ করেনি।

কর্মব্যস্ত জীবনে বসন্তের আগমন
দেখার সুযোগ যেমন মিলেনা;
কেউ কানে কানে বলেও না–
প্রিয়তম, বসন্ত আসছে.......।

সেই আমগাছটা প্রতি বছর আমাকে
বসন্তের আগমনী বার্তা দেয় প্রথম,
যখন দেখি সবুজ পাতার ফাঁকে ফাঁকে
আমের মুকুল বের হয় ডালের ডগা থেকে,
মনে পড়ে- বসন্ত আসতে দেরি নেই।

চোখ বুজে দেখি কল্পনার ক্যানভাসে
পলাশ শিমুল কৃষ্ণচূড়া সব প্রস্তুত—
আগুন ঝরা ফাগুন রচনায় আর
পাখিরা সব অনুশীলনে ব্যস্ত
বসন্তের নৃত্য প্রতিযোগিতার জন্য।
আপ্লুত হয় মন, হৃদয়ের শীতল জমিন;
চোখের পাতা খুলে দৃষ্টি রাখি আবার
সেই আমগাছটির উপরে—
বসন্তের আগমন যে জানান দেয়
সবার আগে, খুব কাছে থেকে।
---------------------
০৬/০২/২০২০
- এস আই তানভী ✍


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৮-০২-২০২০ ১৮:৪৪ মিঃ

আগুন ঝরা ফাগুন আসছে ঐ

০৮-০২-২০২০ ০৮:৪২ মিঃ

#শুক্রবারে_কবিতা
-------------------------
মাওলা তুমি দয়াবান
---------------এস.আই.তানভী

তুমি আকাশ হতে বৃষ্টি ঝড়াও আর বৃক্ষ হতে অক্সিজেন
তুমি মাটির বুকে ফসল ফলাও, জলে বাঁচাও মাছের প্রাণ।

বৃক্ষ হতে ফলও দাও, কত মধুর স্বাদ
ফুলের ঘ্রাণে মাতিয়ে রাখো অমানিশা রাত।

তুমি বাঁচাও, তুমি মারো, মাবুদ তুমি দয়াবান
এই ধরনীর যত কিছু, ওগো সবই তোমার দান।।
-----------------
০৮/০২/১৯ইং