সমব্যথী হয়েই প্রশ্ন রাখলাম
- এস আই তানভী
.
সেদিন দিনের আলোতেই একটি কচিপাতা বয়সী মেয়ে,
তোমার সুসজ্জিত, সুগন্ধি বিছানাতেই ধর্ষিত হয়েছিলো।
ধর্ষক! বাড়িরই কর্তা, তাৎক্ষণিক জানতে না পারলেও; তার
শরীরের পরিবর্তন দেখে ঠিকই বুঝেছিলে পরে।
ঘরের ইজ্জত বলে কথা! 'টু' শব্দটিও করো নি,
ডাক্তারের কাছে নিয়ে গেলে, গর্ভপাত করালে নিঃশব্দে,
ধর্ষক জানতেই পারলো না; হয়তো বা মেয়েটিও।
যখন, তোমার মেয়েটি ধর্ষিত হলো! হাতে প্ল্যাকার্ড নিয়ে,
সংবাদ সম্মেলন করে, ক্যামেরার সামনে গলা ফাটিয়ে,
উচ্চস্বরে, শত মানুষের সামনে চোখের জলে বুক ভাসিয়ে
বলে যাচ্ছো- 'বিচার চাই, বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই।'
সহমত পোষণ করে তোমাকেই প্রশ্ন করতে হচ্ছে-
'কি করে বিচার হবে ধর্ষকের? সেদিন তো তুমিও নিজেই
ওই মেয়েটির ধর্ষককে ছেড়ে দিয়েছিলে, খুন করেছিলে
তার ভ্রুণ- যা হতো মেয়েটির জন্য সর্বসেরা সাক্ষী।
সেদিন কেন ভাবোনি ওই মেয়েটিও তোমার আদরের
মেয়েটির মতো অন্য কোন মায়ের আদরের মেয়ে?'
তোমাদের মানুষ-অমানুষ মানসিকতার জন্যই
অসহায়ের দল ন্যায় বিচার হতে বরাবর বঞ্চিত,
ফাঁসিতো তোমারও হওয়া চাই, কি বলো?
-------------------
০৮/০২/১৯ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।