শুন্যতার রৌদ্দুর
- নূরহোসেন ২৪-০৪-২০২৪

মনের কোণায় কষ্ট এলো সঙ্গোপনে
চুপি চুপি প্রেমের মৃদু গুঞ্জনে,
নীরব চুম্বন এঁকেছ যেদিন সযত্নে বহুডোরে-
উচ্ছৃঙ্খল কামনার টানে।

থাকুক তোলা জ্যোৎস্নার স্পর্শ
অন্ধকার মেঘের বন্দী বাক্সে,
তন্ময় চোখে দেখিনা বাতায়ন-
রুপসী যেখানে বসে;
আর কত?
সূক্ষ্মদৃষ্টির পাপাচার কন্ঠে মিথ্যা বানী!
ভালবাসা সেতো নিস্ফল আবেদন-
আবেগ ছোড়াছুড়ি।

তোমার বিদীর্ণ হৃদয় ঘেঁটে অকস্মাৎ যন্ত্রনা নিতে চাইনা,
বরং শুন্যতার উষ্ণ আদর পেতে তোমাকে ভুলে যাই-
একাকিত্বের রৌদ্দুরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।