সাক্ষী হতে চাই না আর
- এস আই তানভী ২৫-০৪-২০২৪

.
আর কত স্তব্ধ হতে হবে? আর কত প্রার্থনা!
করবো- এই দু-চোখ হয়ে যাক পাথর, আমি যেন
বধির হয়ে থাকি শেষ দম অবধি, পঞ্চেন্দ্রিয় কিংবা
ষষ্ঠেন্দ্রিয় যা-ই বলো- হয়ে যাক হিম অথবা অচল?

হে ঈশ্বর, মানব প্রাণের আগমন বন্ধ করে দাও;
পিতা-ই আজ ধর্ষক, পিতা-ই আজ হন্তারক।
মা! সেও আজ পরকীয়া কিংবা লোভে; ভুলে যায়
তার সহজাত স্বভাব, মায়ামমতার কথা, অকুল
দরিয়ায় ভাসিয়ে দেয় নাড়ী ছেড়া ধন, ছি! ছি!

পিতা অথবা মাতা, যদি ভুলে যায়-
আপন সন্তানের জন্ম-মৃত্যুর মূল্য, তখন; দুঃখ
প্রকাশ করার কি বা থাকে? ঘৃণা আর ঘৃণা ছাড়া?
ধিক্কার জানানোর মতো সুকঠিন ভাষা অথবা
সান্ত্বনার কোন নিঁখুত শব্দ কার কাছে আছে?

হে ঈশ্বর তুমি সব জানো- যাদের জন্য 'পিতা' কিংবা
'মাতা' শব্দ দুটো কলঙ্কিত হচ্ছে বা হবে; তাদের ঘরে,
কোলে আর কোন অভাগা-অভাগীকে প্রেরণ করো না
-------------------
১১/০২/১৯ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Tanvi
১১-০২-২০২০ ১০:৩২ মিঃ

হে ঈশ্বর তুমি সব জানো- যাদের জন্য 'পিতা' কিংবা
'মাতা' শব্দ দুটো কলঙ্কিত হচ্ছে বা হবে; তাদের ঘরে,
কোলে আর কোন অভাগা-অভাগীকে প্রেরণ করো না