বর্ষারানি
- অরুণ কারফা

এমনই কোন এক আষাঢ়ের দিনে
ঘন বাদল জমেছিল মনের কোণে
তুমি আসতেইআমার স্বপ্নে সহাস্যে
আঁধার চলে গিয়ে আলো এল প্রকাশ্যে।
গোধুলির সেই স্নিগ্ধ আলোর মাঝারে
রোমাঞ্চকর সেদিনের সেই আষাঢ়ে
তোমায় দেখে মনে হচ্ছিল জলপরী
বিলীন হল যে নামতেই বিভাবরী।

আজও কাটেনি সে বিভাবরী আমার
তারপর কত আষাঢ় হলেও পার
তুমি আসনা আর আগের মত করে
তাই বৃষ্টিও হয়না সে ভাবে অঝোরে।
এখন আছি তাই তোমার অপেক্ষায়
যে এসে কালো মেঘ দুই হাতে সরায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৯-০৮-২০১৪ ০১:১৬ মিঃ

বেশ লিখেছেন কবি।
শুভকামনা রইলো।

০৮-০৮-২০১৪ ১৫:৫৬ মিঃ

ভাবনা, ভাব ও অনুভূতি সুন্দর। উপস্থাপনের ভাষাভঙ্গিমায় আরেকটু সময়োপযোগিতা সৃষ্টি করলে, কবিতাগুলো সুপাঠ্য ও উপভোগ্য হবে। শুভকামনা রইলো।