ভাইয়া-
- সুজন শর্মা - প্রেম

"জীবন নামক সংগ্রামে ভাইয়া"
আমি ছিলাম নিরব নির্বাক-
তুমি এসে জাগালে ভাই-
আমায় করে হতবাক।

বাবা ছিল, মা ছিল -
ছিলনা বড় ভাই,
আজকের এই হাসি ছিলনা কভু তোমার শুন্যতায়।


জীবনের চিন্তা বড়ই,
ছিলনা কিনারা,
কষ্টের মাঝেও কেউ বলেনি,
কেঁদনা ভাইয়া,
জীবনটাই তো দু:খ হাসি ভরা।

বাবার মত ভাইয়েরাও যে দীপ্ত অভিসার,
হাসির সুরে বলছি ভাইয়া-
বলনা তুমি কার?

বাবা যেমন -
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে হাসিতে সুখ বিলায়!
আমাকে বড় করতে ওহে ভাইয়া,
তুমিও কি তাই?

[ভাইয়া তোমাকে কতটা ভালোবসি এবং তুমি আমার জীবনের কতটা শুন্যতা পুরন করেছ তা উপরের কয়েকটি কবিতার লাইনে প্রকাশ করার চেষ্ঠা করেছি।

ভাইয়া আমার জীবন তোমাকে অর্পন করলাম, নিজের মত করে গুছিয়ে দিও! আমি তোমার ছোট তাই আমি তোমাকে নিজের বাবার স্বরুপ সম্মান করি, আমার কভু ভুল হলে আমাকে সংশোধন করার সুযোগ দিও]


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।