“মা”
- সুজন শর্মা - প্রেম

মা বলে ডাকলে তোমাই- জুরিয়ে যায় মন,
এই দুনিয়াই কেউ নয় মা; তুমি আপন জন।
মা নামটি এক অক্ষরের জেনে নাও তাই,
ইহার চেয়ে মধুর নাম – ত্রিভূবনে নাই।

মা তুমি সোনার তোরি- বিশাল এই ভুবনে,
তোমার আঁচলে থাকলে মাগো ; দুঃখ আসেনা মনে।

মা তুমি দরদি গো – র্স্বগের ছাড়া-
বিধাতা তোমাই দিয়েছে ওগো- মায়াবি সব মায়া।

তোমার সুখে হাসি আমি- কাদিঁ তোমার দুঃখে,
তোমার শত কষ্ট আমি- নেব নিজের করে মেখে।
হাসলে ঝরে মানিক মুক্তা; কাঁদলে নামে বৃষ্টি,
মাগো আমার সুন্দর দেহ- তোমার দ্বারা সৃষ্টি।

মা তুমি স্বপ্ন আমার – তুমি সাধনা,
তুমি ছাড়া মাগো আমি ; হয়তো বাঁচতে পারব না।
তোমার দোয়া মাগো আমার ; অনেক বড় ধন,
মা তুমি হৃদয় আমার; দুনিয়াই অতি আপনজন।

তোমার আঁচলে; মাগো আমাই দিয়ো একটু ঠাই,
বেঁচে থাকার সময় টুকু- তোমাই দেখতে চাই।
তুমি কাছে থাকলে মাগো- সব কিছু লাগে পূর্ন,
তুমি কাছে না থাকিলে- জীবন হয় গো শুন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৪-০২-২০২০ ১০:৫৭ মিঃ

ফাগুনের শুভেচ্ছা।

১৪-০২-২০২০ ০৭:২৮ মিঃ

অসাধারণ লিখেছেন।

১৪-০২-২০২০ ০৭:১৮ মিঃ

ভাল লাগলো।