আয় ফিরে আয়
- রফিকুল ইসলাম রফিক
ফুলবনে ফুল ফোটে পাখি গান গায়
নিয়মের দোলাচলে সব ঠিক চলে
নদী যায় বয়ে বয়ে,তারকারা জ্বলে
সীমাহীন আকাশের দূর নীলিমায়।
তবু ক্যানো ঠিক নেই মানুষের মতি
ভুল পথে ধাবমান জীবনের গতি
নিজ নিজ কোরে ক্যান সময় কাটায়
আসলে জানে কি সে কে কারে ঠকায়?
শেষমেশ হাড়ে হাড়ে সব টের পায়
যখন জীবনে আর থাকে না সময়।
তাই যদি ঠিক হয় শোন রে মানুষ
ভুল পথে আর নয় আয় ফিরে আয়।
ভালোবাসা দরদের সোহাগের বনে
ফুল হয়ে ফুটি আজ হৃদয়ের কোণে
পাখি হয়ে গান গাই,নদী হয়ে চলি
ফুটে যাবে জীবনের সুখময় কলি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।