যদি ভাসমান সবুজ হতাম!
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

কখনও ঘোলা জলে,
কখনও লবনাক্ততায় ভিজে ভাসছে আমরন ৷
সালোকসংশ্লেষনের দক্ষতায় স্বয়ংসম্পূর্ণতা
নিয়ে গন্তব্যহীন পথে চলছে জীবন ৷
কোন ভয় নেই,
নেই ভাবনা ৷
কোন অভাব নেই,
নেই যন্ত্রনা ৷
হিংসে করি আর দীর্ঘশ্বাসে ভাবি,
যদি হতো এমনই আমার পৃথিবী !
জানি ওরা মানুষ নয়,
তবু মাঝে মাঝে মনে চায় ৷
হয়ে যাই,
ওদের মতই ৷
গন্তব্যহীন গতিময়তা যেন হাতছানি দিয়ে ডাকে,
কত স্বপ্নের কথা এভাবেই নষ্ট পড়ে থাকে ৷
কেউ রাখেনি খোঁজ ৷
অথচ কান্নায় ভাসি রোজ ৷
যদি হতাম আমি ভাসমান সবুজ !
সুখী হতো নরাধম এ অবুঝ ৷
এলোমেলো কথার ঝুরি,
সাথে পাগলামীর হাতেখরি ৷
মুছে যাওয়া চেতনা,
সবই গতি পেতো,
কিছুই নিঃস্ব হতো না ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।