এলো বর্ষা এলো
- সুজন শর্মা - মনি
এলো বর্ষা এলো
আজ মোর দুয়ারে
এলো বর্ষা এলো
আজ মন মজিলো
আজ পান মজিলো,
আজ প্রাণ মজিলো,
এলো বর্ষা এলো ।
গাহিতে এ গান হলো-
প্রাণও ব্যাকুল,
ঐ কদম ডালে তাই,
ফুটিল ফুল- দেখ ফুটিল ফুল
ওই আঁধার এলে যদি মোর দুয়ারে দাও
দাও এ ঘরে একটু আলো
এলো বর্ষা এলো, এলো বর্ষা এলো ।
যদি ভালোবেসে বর্ষা থাকিতে চায়.
আহা থাকতে চায়।
আমি রাখিবো তাহারে মনেরও গহীনে -
নাই কোনো বাধা নাই
নাই কোনো বাধা নাই ।
ভালোবেসে থাকো তুমি
যেন কখনো না ভুলো -
যেন কখনো না ভুলো-
এলো বর্ষা এলো, এলো বর্ষা এলো ।
রচনাকাল:- 02-07-2018
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।