১৪ই ফেব্রুয়ারি চাই না
- এস আই তানভী ২০-০৪-২০২৪

.
প্রচন্ড ভাবে ঘৃণা জানাই- "১৪ই ফেব্রুয়ারি" তোমাকে
এ ঘৃণার পরিমাণ প্রশান্তের জলের চেয়েও বহু গুণ বেশি-
বাগান জুড়ে দু-দিন আগেই ছিলো
লাল, সাদা, কালো আর গোলাপি গোলাপ,
হালকা বাতাসেই দোলায়িত হতো রজনীগন্ধা
কোন কোন কলি পাপড়ি মেলার অপেক্ষায়--
কিন্তু গতকালই শূন্য হলো প্রকৃতির সাজানো বাগান;
সব ফুল বাজারে- দোকানে দোকানে, তারপর-
"ভালোবাসা দিবস" বলে হাজার জনের হাতে হাতে,
আর আজ? শুকিয়ে যাওয়া ফুল পথে আছে পরে
পদদলিত হয়ে- মর্যাদাহীন, দামহীন- নামহীন, ক্ষতবিক্ষত।
কি এমন সুখ পেলে- হাজার মায়ের কোল শূন্য করে?
প্রকৃতির সৌন্দর্য বিলীন করে কিসের এই "ভালোবাসা দিবস"?
হৃদয় দিয়ে হৃদয় ভরানো ভালোবাসা প্রতিদিন চাই-
"১৪ই ফেব্রুয়ারি" চাই না, কোনদিনও চাই না।
-----------------------
১৫/০২/১৭ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Tanvi
১৬-০২-২০২০ ০৮:০৬ মিঃ

১৪ই ফেব্রুয়ারি চাই না
-এস.আই.তানভী

প্রচন্ড ভাবে ঘৃণা জানাই- "১৪ই ফেব্রুয়ারি" তোমাকে
এ ঘৃণার পরিমাণ প্রশান্তের জলের চেয়েও বহু গুণ বেশি-
বাগান জুড়ে দু-দিন আগেই ছিলো
লাল, সাদা, কালো আর গোলাপি গোলাপ,
হালকা বাতাসেই দোলায়িত হতো রজনীগন্ধা
কোন কোন কলি পাপড়ি মেলার অপেক্ষায়--
কিন্তু গতকালই শূন্য হলো প্রকৃতির সাজানো বাগান;
সব ফুল বাজারে- দোকানে দোকানে, তারপর-
"ভালোবাসা দিবস" বলে হাজার জনের হাতে হাতে,
আর আজ? শুকিয়ে যাওয়া ফুল পথে আছে পরে
পদদলিত হয়ে- মর্যাদাহীন, দামহীন- নামহীন, ক্ষতবিক্ষত।
কি এমন সুখ পেলে- হাজার মায়ের কোল শূন্য করে?
প্রকৃতির সৌন্দর্য বিলীন করে কিসের এই "ভালোবাসা দিবস"?
হৃদয় দিয়ে হৃদয় ভরানো ভালোবাসা প্রতিদিন চাই-
"১৪ই ফেব্রুয়ারি" চাই না, কোনদিনও চাই না।
-----------------------
১৫/০২/১৭ইং