বলি নাই
- রফিকুল ইসলাম রফিক

তুই কাঁদতে পারিস তাই প্রাণ ভরে কাদিস
হালকা করিস মন চোখের জল ফেলে
এক সময় থামে তা সান্ত্বনা পেলে।
তুই কাঁদতে পারিস তাই প্রাণ ভরে কাদিস
আমি পারি না।
তোর বলা,না বলা সব কথা আমাকেই বুঝতে হয়
যদিও কিছুই আমি করতে পারি না
জানি, আমার না পারা, আমার ব্যর্থতাই
তোকে দুঃখ দেয় বড্ড কাদায়।
কিন্তু তুই কি জানিস সখী তুই কাঁদলেই আমিও কাদি?
আমার ব্যর্থতা আমারে কাঁদায়
আমার অযোগ্যতা আমারে কাঁদায় নিরব ভাষায়
এই বুক পুড়ে যায় কত কান্নায় কত বেদনায়
সখীরে বলি নাই, আমি তোরে বলি নাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।