কবিগুরু স্মরণে
- অরুণ কারফা
একাধারে যার জন্ম এবং মৃত্যু দিন
মন থেকে আমাদের হয়না বিলীন
তেনার প্রতি শ্রদ্ধায় মাথা ঝুঁকে যায়
কবি শ্রেষ্ঠ যিনি আজো এই দুনিয়ায়।
যিনি ছিলেন এক সমাজ সংস্কারক
বঙ্গসংকৃতির ধারক এবং বাহক
এমন মানুষ পৃথ্বীতে আসে ক’বার
খুলে যায় যাঁর প্রবেশে সহস্র দ্বার।
আমরা যারা হয়ে অসীম উপকৃত
হৃদয়ে রাখতে চাই তারে সমাদৃত
এই দুটো দিনেই তারে করে স্মরণ
প্রতিকৃতিতে করি পুষ্প মাল্য অর্পণ।
কিন্তু এই কি ভালবাসার শেষ কথা
যদি না এগিয়ে নিয়ে যাই তার বার্তা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।