সম্পূর্ন পাগলের আত্মধিক্কার
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
কিসের এত দম্ভ তোমার ?
কিসের এত গর্ব?
পরিচিতি গগন ছুঁলে,
জাত হবেনা খর্ব ৷
পরিচিতি চায় যে সবাই,
ছলে,বলে, কৌশলে ৷
তুমি একাই অযথাই
কেন বিপরীত স্রোতে গেলে?
এত কেন বিবেক তোমার?
ঘুমিয়ে রাখো তাকে ৷
নইলে তুমি সব হারাবে,
কাঁদবে একা সত্যটাকে ডেকে ৷
দ্বায়িত্বকে উনুনে দিয়ে
তুমিও গা ভাসাও ৷
নইলে পাগল উপাধি দিয়ে বলবে সবাই,
‘পাগল ! দূর হও ৷'
(ফ্রাস্টেটেড ছড়া ৷ লেখা না পড়ে লাইক কমেন্ট পাওয়ার জন্য ৷)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।