মেঘমালা
- অরুণ কারফা

কিছু মেঘ যারা উপর দিয়ে যায়
তারা মশগুল আপন দুনিয়ায়
হয়ত বা আর কাউকে পছন্দ নয়;
কিছু মেঘ আছে নীচে নেমে আসে
পৃথিবীর টানে তারে ভালবেসে
উঁচুতে থাকতে তাদের যত ভয়।

কিছু কালো মেঘ মেলে সাদার সাথে
ধূসর হলেও ক্রমশঃ তাতে
হয়ত করেনা জাত পাত ভেদ;
আবার কিছু মেলে না কারো সাথে
ব্যস্ত তারা তড়িৎ চমকাতে
সম্পর্ক করে সবার সাথে ছেদ।

এই রকমেরই যত মেঘমালা
আকাশ জুরে করছে খেলা
ভরিয়ে তার কোল;
সমাজ জীবনে আমরা সবাই
হলেও বা একে অন্যের ভাই
করছি তাদের নকল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।