আমার শহর
- আবরার আকিব

এই শহরে কবিরা আসে নারী/পূরুষদের বিশুদ্ধ প্রেম শেখাবে বলে,
অ-কবিরা আসে নগ্নতার নামে অশুদ্ধ প্রেম শহরে ছড়িয়ে দিতে।
এই শহরে গায়ক আসে
গানের ভুবনে কল্পনার মোহজগতে ভেসে বেড়াতে
অ-গায়ক আসে গানের নামে অপসংস্কৃতির ধারক ও বাহক হয়ে।
এই শহরে ধার্মিক আসে, তার ধর্মের উদারনীতি প্রচার করতে,
অ-ধার্মিক আসে ধর্মের ভয় দেখিয়ে নিজের ব্যাবসার প্রচারের জন্যে।
এই শহরে শিক্ষক আসে
জ্ঞান প্রচার জাতি কে সুশিক্ষায় আলোকিত করতে
কু-শিক্ষক আসে শিক্ষা বানিজ্যের নামে নোংরা প্রতিযোগীতার আয়োজন করতে।
এই শহরে রাজনীতিবিদ আসে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে,
অ-রাজনীতিবিদ আসে জনগনের টাকা লুটপাট করে সম্পদের পাহাড় গড়তে।
এই শহরে কৃষক আসে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে সবার মুখে অন্ন যোগান দিতে
অ-কৃষক আসে কীটনাশক / ফরমালিন মিশিয়ে বিষক্রিয়া ছড়িয়ে দিতে।
এই শহরে ভাসমান পতিতা আসে সমাজের পাপাচার দূর করে নিজেকে বিলিয়ে দিতে,
নামীদামী মডেল পতিতা আসে নগ্নতা ছড়িয়ে বিলাসবহুল জীবন গড়তে।
এই শহরে পুলিশ আসে জনগনের নিরাপত্তায় নিজের জীবন বিপন্ন করতে
কু-পুলিশ আসে জনগন কে জিম্মি করে ঘুষের টাকায় সম্পদের পাহাড় গড়তে
এই শহরে ডাক্তার আসে মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে
কু-ডাক্তার আছে জনগন কে প্রেসক্রিপশন এর নামে ছুড়ি ধরে সম্পদের পাহাড় গড়তে।
এ শহর আমার প্রাণের শহর
শহরে ভেসে বেড়ায় স্বপ্নের বহর
কেঁটে যায় এই শহরে রঙিন প্রহর
প্রতিদিন বাঁধি আমার শহরে স্বপ্নের ঘর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।