মনে মেঘ জমেছে
- হাসান আল মাহদী ২৯-০৩-২০২৪

প্রেয়সী, তোমার চোখের আকাশে
আজ মেঘহীন নীল আকাশ,
সেখানে হরেকরকম পাখি উড়ে বেড়ায়
দিবালোকের আলোতে তারা স্বপ্ন জাগায়,
তাই তোমার কোমল হৃদয়ে বাসা বেধেঁছে
পেতে নব ভালবাসা, কামনা-বাসনার পরশ।

আর আমার আকাশ ভরে গেছে
কালো মেঘের ভেলায়,
তিমির কালো চাহনি দেখে আমি পথ ভুলে যায়,
আমি হারিয়ে যায় দিকহারা পথিকের মতো
হয়তো ফিরবো কিংবা ফিরবো না এই ভাটে
তোমার ছলনা আমায় নিদারুণ করেছে হতাশ।

প্রেয়সী, ভুলে কি গেছো অতীতের সব স্মৃতি?
একসাথে পথচলার প্রতিজ্ঞা করেছিলে,
হৃদয়ের কত কথা হয়েছিলো দুজনের!
আজ অবেলায় বলবো একটি কথা শুধু তোমায়
"ভুলে যাও,মুছে দাও তব হৃদয় থেকে
তোমার আমার ভালবাসার ইতিহাস।"

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।