আমার বাসস্থানের হাটা চলা-২
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

আমার বাসস্থানের হাটা চলা-২
----------------------------
*
অন্য অনেকের মতো আমার শহরে
মেঘ হাটে নীলুওয়া আকাশের চৌরাস্থা দিয়ে
যদি মেঘমালা ভিন্ন প্রকৃতির-
এরা মাঝে মধ্যে রক্ষনশীল চিমনী গুলোর উপর দিয়ে উড়ে।
এখানকার প্রগতিশীলরা জুতা মেরে তুলোধুনো করে।
**
যেমন গত বসন্তে ছাত্র নেমেছিল বিক্ষোভে
হায় হায় , কি লজ্জ্বা মাগো!
তৃতীয় বিশ্বর চর্চা হচ্ছে গনযন্ত্রনার মাতৃগৃহে।
কিছু মেঘ উড়েছিল ‘ওয়েস্ট মিনিস্টার এবি’ দিয়ে
আমারা ভোটের আমুল শয়তানি দিয়ে তাড়িয়ে দিয়েছি।
***
আমি ও আমার বউ যখন রাস্তা দিয়ে হাটি
সাদা পুলিশ বলে রাস্তা দেখ হাটো, রাস্থা মেপে হাটো।
আমার চার জেনারেশ চলছে-
পুলিশ তুই রাস্থা দেখে হাট।বেবাটের বাচ্চা বেবাট।
এখনো তোমাদের হাত ধোয়াবো নাকি?
তখন তাদের ফ্রান্সের আকাশে এক খানি মেঘের গল্প বলি।
সাদাদের ফোলা মুখ
অভিব্যাক্তি বুঝা বড় মশকিল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।