মহুয়া ঘুমায়
- রফিকুল ইসলাম রফিক
প্রাচুর্যে পালায় সুখ ভ্রান্তি বিলাস
মতের অমিল মনে দূরত্ব বাড়ায়
হাজার মাইল দূরে কাছের মানুষ
সুখ নেই ঘরে আজ নীল বিছানায়
কুরে কুরে খায় বুক মনের পোকায়
একান্ত আপন জন পর হয়ে যায়।
এই যদি হয় সুখ বিলাসী মানুষ
আমার বলার নেই কিচ্ছুটি তোরে।
তবে যদি ব্যতিক্রম কিছু মনে হয়
চল, দেখি আয়, পঙ্গু স্বামীরে নিয়ে
ছোট্ট মাটির ঘরে কি শান্তিতে ঐ
মহুয়া ঘুমায়। চল আয় দেখি আয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।