বাবা ও চারপাশ।
- ফয়জুল মহী

ফেসবুকে চল্লিশ বয়সী নারীর ছবি দেখে ড্রাইভার বলে আপু চমৎকার । আপনজন কিংবা প্রিয়জন আজ চাপা পড়ে কালো বিবর্ণ স্মৃতিতে। ড্রাইভার হাতের কারুকাজ চালায় বার্থরুমে। তাই মাঝে মাঝে খবরের কাগজে পড়ি মেয়েটাকে জাপটে ধরতে পড়ে গেল চাকার নিচে। অথবা প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের বেড়ে ।
আমি বাবা! দু’ফোটা অশ্রু জল বিলিয়ে দিই মেয়েটার ব্যথিত ললাটে। আমিতো বাবারে। হাসপাতাল ও থানা, আমার দু’পায়ের ধুলায় আদর ভালোবাসা ও মানবতা মিলিয়ে যায়। পুলিশ জানতে চায় কোথায় হাত দিয়েছে,কতজন উপরে উঠেছে। আর ডাক্তার বার বার কাটে বুক পকেটটাকে । তবুও চলি, আমি যে তোর বাবারে। উকিল একটা কাগজ হাতে দিয়ে বলে লড়তে হবে কোমর শক্ত করে। প্রথম দিনে সুশিক্ষিত জজের সামনে প্রতিপক্ষের প্রশ্ন,কাপড় খোলা নিয়ে। শত শত মানুষ হাঃ হাঃ করে উঠে। আমি লজ্জায় ঝাঁপ দিয়ে দিই রাষ্ট শাসনকারী কোন ভদ্র লোকের গাড়ির নিচে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২২-০৮-২০২৩ ০৯:২২ মিঃ

খুব ভাল লাগল।

০৪-০৬-২০২০ ১৪:৫৩ মিঃ

বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি! অনেক সুন্দর হয়েছে, স্যার।

২৭-০৩-২০২০ ০৭:৩০ মিঃ

অনবদ্য উপস্থাপনা।

০৮-০৩-২০২০ ১৭:০৩ মিঃ

নারীকুলকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা ।