কি দেব জবাব
- এস আই তানভী

.
আমরা বেঁচে থাকার জন্য আসিনি,
আসিনি ধুঁকে ধুঁকে মরার জন্য,
এসেছি যুদ্ধ করতে, যুদ্ধ করে
পৃথিবীটাকে শান্ত ও সুখী করার জন্য,
সকল প্রাণের বসবাসযোগ্য করার জন্য।

ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, শত্রুমুক্ত এবং
মানবিক আর সৌহার্দ্য, ভালোবাসাময়,
সুন্দর একটা পৃথিবী হোক
পরবর্তী প্রজন্মের প্রাপ্য'
এই শ্লোগান অন্তরে গেঁথে–
কাজ করে যেতে হবে পৃথিবীতে।

আর বসে থাকলে চলে না;
ভোরের প্রতীক্ষা করা মানেই!
বোকাদের ওস্তাদ বনে যাওয়া,
অন্ধকারের মাঝেই এগিয়ে যেতে হবে—
যেমন হেঁটেছিলেন নজরুল, সুকান্ত,
রোকেয়া, তিতুমীরসহ আরো অনেকে;
যাঁরা কণ্টক মুক্ত পৃথিবী বানাতে,
মানুষের জন্য করে গেছেন অনেক কিছু...।
সেই মহামানবদের দেখানো পথেই
এগুতে হবে আমাদের, এসো হই আগুয়ান।

এসো হাতে হাত মিলাই—
এই পৃথিবীটাকে পাপমুক্ত করে তুলি।
বলো! কি দেব জবাব?
যখন সন্তানেরা প্রশ্ন করবে–
কেন এই জঞ্জালযুক্ত, অশান্তিময়
পৃথিবীতে এনেছি তাদের?
কেন? কেন? এবং কেন....
এটাকি মনুষ্য বসবাসের যোগ্য!?
বলো! কি দেব জবাব?
----------------------
০১/০২/২০১৩ইং
বসুন্দিয়া মোড়, যশোর।
—এস আই তানভী ✍


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০২-২০২০ ১৩:৫৪ মিঃ

সেদিন শুধু আত্মহত্যা করার রাস্তা খুঁজতে হবে।