আমার বাসস্থানের হাটা চলা-৪
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
আমার বাসস্থানের হাটা চলা- ৫
---------------------------------------
*
প্রবাস মানেই চার পায়ে জীবের মুক জীবন
সেটা সৌদি হোক আর কিংডম অব রানীমা হোক।
অপেক্ষার অন্ত নেই-
প্রথম ইমিগ্রেন্ট , জালিয়াতি পুলিশ আর ট্রাইব্যুনাল
মৌলানা/কারী/মাস্টর সাব/মুক্তিযোদ্ধা
সত্যবাদীর অভিনয়ে একদম ফকফকা। ফিলিপ্সের বাত্তি
মিছা কথা বলা জায়েজ জান বাঁচাতে।
দ্বিতিয়ত জানটা বাঁচেনা-
-কারণ শীতে শরিয়তে কগনেগ নিষেধ।
-গরমে বিয়ারের শীতলক্ষ্যা হারাম করেছন প্রভু।
-কেবল বেড়ির মাংস আর ডাইল, এবং ওয়ান পাউন্ড ফিস।
অপেক্ষার শেষ কোথায়।
কবে ভালো হয়ার জন্য হলফ নামায় দস্তখত দিতে হবে না।
**
ব্রিকলেনে কাজির বাজারের টানটানি লাগলে দেখার মতো
সাদা কাস্টমার দেখলেই --
-কামিং মেইট, একটার লগে একটা ফ্রি।
-ফ্রি পাপাদাম এবং মেইন ডিস একটা কিনলে একটা ফ্রি.
--ফয়লা দোউড়ের পানিয় ফ্রি। দ্বিতীয় দৌড়ের পানীয় আধা ফ্রি।
‘বাংগালে পাইছে তরমুছের সোয়াদ’। কালা থাকি এখনো ভালা।
ব্রিক্সটন গেলে আর কেনিয়া, উগান্ডা,জামাইকায় যাওয়া লাগে না।
***
ফিজিস্কে মাস্টার্স
হেসেলের গৃহিণী
ছ্য় বাচ্চার মা।
এই দেশে এটা সম্ভব বলেই পড়ে আছি। হে সাদা মেয়ের সাদা উরাত।
টিভি চ্যানেল চলছে রাতভর খয়রাতি তোলা।
এই ইষ্টএন্ডে প্রথম আমি বাঙ্গালী তালিবান, মোজাহীদ, হিজবুল্লাহ দেখলাম।
হে সাদা মেয়ের সাদা উরাত, আমার আর কি দেখবার বাকি রইল।
- আমি প্রথম প্রথম বাঙ্গালি বেশ্যা দেখে চমকে উঠেছিলাম
- তার পর স্টুডেন্ট ভিসায় অনেক বেশ্যা আমদানি হয়েছে
--এখন আর চমকাইনা, কারণ আমার জন্য অনেক চমক বাকি আছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।