আমার বাসস্থানের হাটা চলা-৫
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
কিছু মানুষ আছে আলেক্স এর মতো
--যার সেন্ট্রাল হীটিং এর তার নিজে ছিড়ে বিলিয়ে দিয়েছে ইতোওপিয়ায়, কেনিয়ায়।
--প্রপিতামহ ছিলেন আফ্রিকার কোনো রাজত্বে বড়লাঠ।সে ফকির,পির ও দরবেশ।
কিছু মানুষ আছে ব্রায়ানের মতো
--জাহাজে করে ঘুরে বেড়াতেন খবসুরত গেলমান সহকারে এডেন বন্দর থেকে সিসিলিতে
--হঠাত আঁতকে উঠে মন,আদ্দিস আবাবায় দেখলেন,কুকুর আর কিশোরে এক থালায় ভাতে।
--তারপর বন্দর ছেড়ে নোঙর করেছেন কেনিংটনে আর যত ‘ডিপ্রাইব’ মানুষ গুলোর সাথে।
কিছু মানুষ আছে ট্রিস্টান হরোয়েলের মতো
-স্বাচ্ছা ইহুদী,ইসারাইলের চৌদ্ধ গুষ্টি উদ্ধার করেন।বলেন ওরা মোসার ‘সিক্সটিনথ ডিভিশন, ।
-আপন পুত্র কে পাঠিয়ে দেন চ্যারিটির কাজে বাংলাদেশে। সোনার চামচ যার মুখে দিয়ে জন্ম।
কিছু মানুষ আছে মারগারিটার মতো
- চেরী ও স্টোভেরী যাদের পছন্দের ফল নয় তারাও ভালবাসতে হবে এই বিদুষীনিকে।
- তাঁর হাতে রিক্ত জবা ও শূন্য গোলাপ দিলে নিমিষে রজনীগন্ধা হতে পারে।সম্মোহন শক্তির মাতা।
কিছু মানুষ আছে মিস্টার টবির মতো
- টবিকে চিনে নেয়া খুব সহজ। সি সি টিভি ক্যামেরা ব্যাক্তি স্বাধীনতার হস্থক্ষেপ বিরোধী সংগ্রামি
- জিবনে ভোট দিন নি এবং দিবেন না।রাজনীতি ভালোবাসেন কিন্ত দলবাজিতে গা ঘিন ঘিন করে
কিছু মানুষ আছে রনি কেম্বলের মতো
- কয়লা শ্রমিক থেকে হার ম্যাজেস্টির সংসদে।সুপার মার্কেট তাঁর সার্জারি। ব্রিটিশদের বিপরীত।
- সাদ্দাম হোসেনের মতো স্বৈরাচার হত্যাকে বলেন গনহত্যা।বলেন মানবতা বিরোধী অপরাধ।
কিছু মানুষ আছে ব্রানেনের মতো
- টেক্সি ওয়ালাকে টিপস দিতে পয়সা বাঁচায় মেয়ের খেলনা ও বউয়ের জন্য ‘টেইক ওয়ে’ থেকে
- যে কাউকে জড়িয়ে ধরতে পারে ,যে কাউকে চুমু দিতে পারে যে কাউকে ভালবাসতে পারে।
কিছু মানুষ আছে ক্রিসের মতো
- গোপন সমাজবাদী।জাহিরে নয় সব কিছু গোপনে। লাল বিপ্লবের স্বপ্ন আজো দেখে বোকার মতো
-নিরামিস ভোগী, বুদ্ধিস্ট , প্রাচ্যের একান্ত অনুরাগী।আবার মেয়েদের প্রতি খবু বেশি বদরাগী।
আমি এই মানুষ গুলো কে পুলিশের সাথে , বাস ড্রাইভার দের সাথে, দোকানির সাথে রাস্থায় দেখি
এরা সাধারণ বৃটিশ জনতা। এই দেশ কিভাবে পরদেশে তেল তছরুপে যায়।হিসাব মেলাতে পারিনা।এরা যে বিধবার গৃহে আগুন জ্বালিয়ে দিয়ে জলের লুটা নিয়ে দৌড়াচ্ছে মৃত স্বামীর লাশে জলে দিতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।