এ এক উদ্ভট কবিতা
- এস আই তানভী
.
আমার এ কবিতার নেই কোনো দেশ;
নেইকো বিদেশ, মানে না—
সীমান্ত রেখা, কাঁটাতারের বেড়া।
আমার এ কবিতার নেই কোনো জাত–
ধর্ম-বর্ণ, রঙ-চঙ, একেবারে বেঢপ্,
রক্তের মতো লাল আর সাদাসিধা।
ঐ মঙ্গলগ্রহে গিয়ে–
জমিন খরিদদারকেও আমার কবিতা
কখনো জানাবে না কুর্নিশ;
যদি না তার মাঝে থাকে মানব প্রেম...।।
ডাস্টবিন থেকে উঠে আসা
জীর্ণশীর্ণ নেড়িকুত্তাকেও
আমার এ কবিতা জড়িয়ে নেবে বুকে;
যদি তার মাঝে খুঁজে পায়–
দয়া, প্রেম, ভালোবাসা......।
আমার এ কবিতা সেই ধার্মিকের জন্য
কখনো করেনা শ্রদ্ধাজ্ঞাপন-
যে ধার্মিকের ইশারা-প্ররোচনায় যুগে যুগে
পৃথিবীতে ঘটতে থাকে রক্তের হোলি খেলা।
সেই নাস্তিকের জন্য নিবেদিতপ্রাণ হতেও
আমার এ কবিতার নেই কোন দ্বিধা–
ধর্ম-অধর্ম নিয়ে প্রাণনাশের খেলা বন্ধে
যে রেখে যায় অবদান; নাস্তিক হলেও—
আমার এ কবিতা স্যালুট জানাবেই তাকে।
বংশগত মান-মর্যাদা, ক্ষমতার উচ্চাসন
আর দাম্ভিকতার রক্তপ্রবাহ
যার দেহে বহমান–
আমার এ কবিতা তার সেই পঁচা দেহে,
পঁচা মনের প্রত্যেক দেওয়ালে
শতবার হলদে প্রস্রাব করে দেয়...।
যারা অন্যায়ের সাথে রফাদফা করে
হাজার বছর বাঁচতে চায়,
সুযোগ থাকার পরেও–
প্রতিবাদ প্রতিরোধে থাকে নিরুত্তাপ;
ঘর ছেড়ে বেরিয়ে আসে না;
অজুহাত নিয়ে কাপুরুষ থাকে নিরাপদ–
আমার এ কবিতা তাদের গায়ে
আজন্ম দিয়ে যায় থুতু ছিটা, ধিককার।
হয়তো তোমাদের কাছে
এই কবিতা- এক উদ্ভট কবিতা;
হলেও হতে পারে— যা-ই হোক না কেনো
আমার এ কবিতা শুধু মানুষ চেনে,
সবকিছুর ঊর্ধ্বে মানুষকে বুঝতে চায়,
ভালোবাসে, সহানুভূতি-প্রেম বুঝে,
মানুষের জন্য কাঁদে, হাসে, বেঁচে থাকে...।
----------------------
০২/০৩/২০২০
— এস আই তানভী ✍
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
১৪-০৩-২০২০ ১১:২৬ মিঃ
আমার এ কবিতা শুধু মানুষ চেনে,
সবকিছুর ঊর্ধ্বে মানুষকে বুঝতে চায়,
ভালোবাসে, সহানুভূতি-প্রেম বুঝে,
মানুষের জন্য কাঁদে, হাসে, বেঁচে থাকে...।
০২-০৩-২০২০ ২১:৩৮ মিঃ
এ এক উদ্ভট কবিতা
--------------------------
আমার এ কবিতার নেই কোনো দেশ;
নেইকো বিদেশ, মানে না—
সীমান্ত রেখা, কাঁটাতারের বেড়া।
আমার এ কবিতার নেই কোনো জাত–
ধর্ম-বর্ণ, রঙ-চঙ, একেবারে বেঢপ্,
রক্তের মতো লাল আর সাদাসিধা।
ঐ মঙ্গলগ্রহে গিয়ে–
জমিন খরিদদারকেও আমার কবিতা
কখনো জানাবে না কুর্নিশ;
যদি না তার মাঝে থাকে মানব প্রেম...।।
ডাস্টবিন থেকে উঠে আসা
জীর্ণশীর্ণ নেড়িকুত্তাকেও
আমার এ কবিতা জড়িয়ে নেবে বুকে;
যদি তার মাঝে খুঁজে পায়–
দয়া, প্রেম, ভালোবাসা......।
আমার এ কবিতা সেই ধার্মিকের জন্য
কখনো করেনা শ্রদ্ধাজ্ঞাপন-
যে ধার্মিকের ইশারা-প্ররোচনায় যুগে যুগে
পৃথিবীতে ঘটতে থাকে রক্তের হোলি খেলা।
সেই নাস্তিকের জন্য নিবেদিতপ্রাণ হতেও
আমার এ কবিতার নেই কোন দ্বিধা–
ধর্ম-অধর্ম নিয়ে প্রাণনাশের খেলা বন্ধে
যে রেখে যায় অবদান; নাস্তিক হলেও—
আমার এ কবিতা স্যালুট জানাবেই তাকে।
বংশগত মান-মর্যাদা, ক্ষমতার উচ্চাসন
আর দাম্ভিকতার রক্তপ্রবাহ
যার দেহে বহমান–
আমার এ কবিতা তার সেই পঁচা দেহে,
পঁচা মনের প্রত্যেক দেওয়ালে
শতবার হলদে প্রস্রাব করে দেয়...।
যারা অন্যায়ের সাথে রফাদফা করে
হাজার বছর বাঁচতে চায়,
সুযোগ থাকার পরেও–
প্রতিবাদ প্রতিরোধে থাকে নিরুত্তাপ;
ঘর ছেড়ে বেরিয়ে আসে না;
অজুহাত নিয়ে কাপুরুষ থাকে নিরাপদ–
আমার এ কবিতা তাদের গায়ে
আজন্ম দিয়ে যায় থুতু ছিটা, ধিককার।
হয়তো তোমাদের কাছে
এই কবিতা- এক উদ্ভট কবিতা;
হলেও হতে পারে— যা-ই হোক না কেনো
আমার এ কবিতা শুধু মানুষ চেনে,
সবকিছুর ঊর্ধ্বে মানুষকে বুঝতে চায়,
ভালোবাসে, সহানুভূতি-প্রেম বুঝে,
মানুষের জন্য কাঁদে, হাসে, বেঁচে থাকে...।
----------------------
০২/০৩/২০২০
— এস আই তানভী ✍

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।