আমার যাওয়া হলো না
- রফিকুল ইসলাম রফিক
কোথায় থাকিস তুই অবোধ বালক?
অপরিচিত এক বিরাট পুরুষ আমায় প্রশ্ন করে
আমি অবোধ তো বটেই আরও বেবোধ হয়ে গেলাম দর্শনে তার
এমন কিম্ভূত কিমাকার মানুষ আমি কক্ষনো এ জীবনে দেখি নাই
ভাবি, উল্টো প্রশ্ন করি কে তুমি, এইখানে কি?
পারি না, ভয় পেয়ে নিজে নিজেই থেমে যাই।
আবার ধমক তার কিরে ভয় পেয়েছিস মিষ্টি বালক!
আমার অসাড় দেহ কিছুটা সচল হয় এইবার যেনো
আমার প্রথম বাক্য- তোমাকে সালাম।
বেশ তো ভদ্রতাও ভালোই জানিস
উত্তর করেন- আমার আগুন্তুক অচেনা অতিথি
নির্ভয়ে বল কোথায় থাকিস?
জানি না তুমি কোন গ্রহ থেকে এসেছো জনাব
আমি বললাম- পৃথিবী নামক একটি গ্রহের এক কোণে আমাদের বাস
ক্যানো তুমি জানো না- যেই দেশে লাশেরা মিছিল করে
জীবন্ত মানুষ যেথা পড়ে পড়ে কেবল ঘুমায়
বাচ্চারা বই ছেড়ে মেশিন নিয়ে মেতে আছে সুখের খেলায়
তরতাজা তরুণ সহ অনেকেই সুখ খোঁজে পচা নর্দমায়।
অসহায় স্বজনেরা যেইখানে খুঁজে ফেরে লাশ কক্ষনো পায়না
নিয়তিরে দোষ দেয় কেঁদে কেঁদে চুপ যায়
সেখানে আমার বাস প্রিয় অতিথি আমার।
বেশ বুঝলাম বড়ই অসুখী তুই এই গ্রহের মানুষ
আমরা এমন নয় একেবারে অন্য রকম আমাদের শান্তি নিবাস
বললেন জনাব- তুই কি আমার সাথে সেইখানি যাবি?
আমি বললাম- বরং তাইই কর আমাকে নিয়েই চল
আর ভাল লাগে না এই নির্মম পৃথিবী আমার।
হঠাৎ আযানের সুর , ডাকছেন মা খোকা ওঠ-পুবাকাশ সাদা
আমার যাওয়া হলো না।
০৯/০৮/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।