ধর্ম দ্বন্দ্বে সব অ-নিরাপদ
- এস আই তানভী
.
ধর্ম নিয়ে এতো দ্বন্দ্ব! যুগ যুগ ধরে
ধর্মের পবিত্রতা রয়েছে কার অন্তরে?
তোমার কাছে সে বিধর্মী, তার কাছে তুমি
বলো-তো স্ব-স্বধর্ম গ্রন্থ বুকে ধরে, চু'মি-
মানুষে মানুষে মূল্যায়নে কি আছে লিখা?
ধর্মের নামে অস্ত্র ধরা কোন ধর্মের প্রথা?
মানুষ হয়েও মানুষ মারো, পৃথিবী উঠে কেঁপে
অ-নিরাপদ পশুরাও আজ, মানুষের হিংস্রতাতে।
আপন আপন ধর্ম যদি সবাই মেনে চলি
মানুষের হাতে মানুষ কখনো হতে পারে না বলি,
কোনো ধর্মেই হয় নি বলা, 'মানুষ মারো,
যুদ্ধ করো, ধর্মের তরে মারো না হয় মরো।'
খুন, ধর্ষণ, বোমা ফাটানো, ঘর-বাড়ী, ধর্মগ্রন্থ পোড়ানো
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা- কোনখানে হয় শেখানো?,
'ধর্মের জন্যে মানুষের রক্তে দু হাত ধুয়েছি,
সবার উপর ধর্ম, জীবনটাকে বাজিতে ধরেছি'-
যাদের গলা- কণ্ঠস্বরে এসব স্লোগান শুনেছি,
আমি আঁতেল, তাদের মুখে অজুত লক্ষ নিজুত বার----
হিস্যু----- করেছি।।
----------------------
০৩/০৩/১৮ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।