আতঙ্ক এবং শুধু আতঙ্ক
- এস আই তানভী

.
এখানে রক্তের দাগ শুকোয় না,
ফুলগুলি কলিতেই শেষ,
ধর্ষিতার আর্তনাদ শুধুই পাগলিনীর চিৎকার,
শিক্ষাঙ্গনেও মারামারি, হানাহানি, অস্ত্রের মহড়া
রাজনীতির ময়দানে রোজ চুলোচুলি;
শান্তিরক্ষাকারী আর ভঙ্গকারীদের মাঝে গুলি বিনিময়
পুলিশের ক্রসফায়ার, কক্টেল, বোমার শব্দ,
মাইকে মাইকে রাজনীতির জ্বালাময়ী ভাষণ; যেন
থমকে যায় চলমান নদীর স্রোত, বারুদের গন্ধে বাতাসও ভারী
হত্যা, ধর্ষণ, গুম, মুক্তিপণ, পঁচা-গলিত লাশ;
সবকিছুই রুটিন মাফিক চলে।

শুধু কালের স্বাক্ষী হয়ে থাকে রক্তের দাগ,
সন্তান হারা বাবা-মা
বাবা-মা হারা সন্তান আর স্বজন হারা আত্মীয়।

আমি ভুলে যাই- আমার স্থান, ভুলে যাই আমি জীবীত না মৃত
মৃত্যু আশঙ্কায় ভোগি না, শুধু ক্ষতবিক্ষত হওয়ার আতঙ্ক,
"আতঙ্ক, মাঠে-ঘাটে, শহর-বন্দরে, মসজিদে-মন্দিরে;
ডানে-বামে চারিদিকেই আতঙ্ক, আতঙ্ক এবং-শুধু আতঙ্ক।

"সোনার বাংলাদেশ" যেন হাজার বছরের সাত সমুদ্র,
তের নদীর মতো রূপকথার সেই সনাতন গল্প।
-------------------
১৬/০২/১৭ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৩-২০২০ ০৮:১৩ মিঃ

আতঙ্ক এবং শুধু আতঙ্ক
-এস.আই.তানভী

এখানে রক্তের দাগ শুকোয় না,
ফুলগুলি কলিতেই শেষ,
ধর্ষিতার আর্তনাদ শুধুই পাগলিনীর চিৎকার,
শিক্ষাঙ্গনেও মারামারি, হানাহানি, অস্ত্রের মহড়া
রাজনীতির ময়দানে রোজ চুলোচুলি;
শান্তিরক্ষাকারী আর ভঙ্গকারীদের মাঝে গুলি বিনিময়
পুলিশের ক্রসফায়ার, কক্টেল, বোমার শব্দ,
মাইকে মাইকে রাজনীতির জ্বালাময়ী ভাষণ; যেন
থমকে যায় চলমান নদীর স্রোত, বারুদের গন্ধে বাতাসও ভারী
হত্যা, ধর্ষণ, গুম, মুক্তিপণ, পঁচা-গলিত লাশ;
সবকিছুই রুটিন মাফিক চলে।

শুধু কালের স্বাক্ষী হয়ে থাকে রক্তের দাগ,
সন্তান হারা বাবা-মা
বাবা-মা হারা সন্তান আর স্বজন হারা আত্মীয়।

আমি ভুলে যাই- আমার স্থান, ভুলে যাই আমি জীবীত না মৃত
মৃত্যু আশঙ্কায় ভোগি না, শুধু ক্ষতবিক্ষত হওয়ার আতঙ্ক,
"আতঙ্ক, মাঠে-ঘাটে, শহর-বন্দরে, মসজিদে-মন্দিরে;
ডানে-বামে চারিদিকেই আতঙ্ক, আতঙ্ক এবং-শুধু আতঙ্ক।

"সোনার বাংলাদেশ" যেন হাজার বছরের সাত সমুদ্র,
তের নদীর মতো রূপকথার সেই সনাতন গল্প।
-------------------
১৬/০২/১৭ইং