কবিতার শোক
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

এমন একটা সময় ছিল,
যখন কবিতা লেখার জন্য
দুজনে বালুচরে যেতাম,
করিমের ডিঙ্গি নাও
মনে আছে তোমার?
একদিন কাঁশফুলের মুগ্ধতা ছুঁয়েছিলাম ৷

সেই নদীর স্রোত আজও থামেনি,
শুধু তুমি নেই ৷
কাঁশফুল, সেও আছে,
করিম মাঝির
নৌকাটা ভেঙ্গে গেছে ৷
অথচ, তুমি আজ কাঁদছো না কেন?

একদিন নদীর সাথে প্রেম ছিল
তোমার,
আমি ছিলাম দর্শক ৷
আজ কোথায় সে প্রণয়?
কবিতার মনে এক পাহাড় শোক ৷

রচনাকাল: ১১-০৮-২০১৪ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।