ভালোবাসি কেনো জানো?
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - প্রেম কাব্য
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার হরিনী চোখের_
মায়ায় পরেছি বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার চোখের দৃষ্টি আমায়_
পাগল করেছে বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার চুলের ঝড়ো হাওয়ায়_
বিদ্ধস্ত হয়েছি বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার মুখের প্রতিটি কথায়_
মুক্তো ঝরে বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার কথা ভেবে ভেবে_
প্রহর কাটে বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার মুগ্ধ করা মুখের হাসি_
উপহার দাও বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমাকে আজো এই দুচোখে_
দেখতে পারিনি বলে।
তোমাকে ভালোবাসি কেনো জানো?
তোমার মনের আড়ালে_
ভালোবাসা আছে বলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।