চেক এন্ড ব্লান্স
- রফিকুল ইসলাম রফিক
দিলাম হিসাব খুলে জীবন খাতায়
তোমার পাতায়, দেখভাল করে রেখো
ডেবিট ক্রেডিট। আজ থেকে দায়িত্ব আমি
তোমারে দিলাম তুমি বুঝে নাও সব।
হৃদয়ের ফুলবনে সূর্যের তাপ
তরতাজা সবুজেরা নীল হয়ে হয়ে গেছে সাদা
তৃষ্ণায় কাতর জল চাই, জল চাই তার।
মৃত প্রায় ফুলবন হৃদয় বাগান
মালিনী তোমায় আজ পুরোটা দিলাম
অধম নাদান এই বেবোধ পুরুষ
হৃদয় জুড়াও তার জল দিয়ে দিয়ে
হয়ে যাবে এ জীবন সবুজের ভূমি
মনের মতন যদি চাষ কর তুমি
পেয়ে যাবে জীবনের চেক এন্ড ব্লান্স।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।