ভিন গ্রহ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
জানিনা কে কি খেলা খেলছে আমার সাথে
আমি আমাকে সম্ভাষণ জানাই- কেমন আছ ভালো?
আমার নিজের দরজায় নিজে কে জড়িয়ে ধরে কুলাকুলি করি
আমি আমাকেই শুভেচ্ছা জানাই আর হাততালি দেই মাঝ রাতে।
আমি আমার চেয়ার কে বলি কাছে এসো
আমার শরীর নিয়ে এইখানে চুপ করে বসে থাকো।
নিজে অপরিচিত আগুন্তকের মতো মায়া করি, মায়া লাগে
জলপানে চা মুড়ি ঘুড় এগিয়ে দিয়ে বলি খা, দেখ বেঁচে আঁচিস।
আমি আমাকে নিজের কাছে উপস্থাপণ করি
আঙুল কে বলি- ব্রেডে জ্যাম জেল জেলি মাখাও
জ্বিহবা কে বলি – দেখ তিতা মিটা টক পাংসা কেমন
পাকস্থলী বলে- দূর, সব ছাই ছাই লাগে , ভোতা, খালি ক্ষিধা।
হৃদয় কে বলি-যা এগিয়ে নিয়ে আয়, অর সাথে আজ পালঙ্কে ঘুমাব।
কাম কে বলি- রানী-বালকের বিবাহ বৈধতা আসিতেছে একটু সবুর কর বাপু।
ভাঙ্গা আয়না টুক টুক করে গিলতে থাকি ক্ষুধা মরে
পিতলের টুকরা পানির মতো হজম করে পেটের গোখরা
রবারের কালো অংশে রাখি অলিভ,জাম্বুরা,কামরাঙ্গা ত্রিভুজ যৌন পুলক
রেলের পুড়া মোবিল বালতিতে জমাকরে মেঘ চলে যায় আমার আদেশে দূরে
আমি একরোখা শোয়োরের মতো মৃতদেহে সঙ্গম করি পরজন্মে মানব জন্মের আশায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।