জীবন তোমার দাবীর প্রতি
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
এই অক্ষমতার কাছে কে কি আশা করতে পারেন-
বউ বাজারে ঝুড়ি বড় জোরে
শালিকা মানিব্যগের কিছুটা খুচরা
মেয়ে কলিজার সাথে এক চিমটি লবন
ছেলে যাদুরকর না হলে নিশ্চিত বাজিকরের তাস।
মুলত আমি কবি কি না দারুন সন্দহ-
জনক জননী চায় হিলিয়ামের হাড়
গুরু শিক্ষক বলে বানাও অঙ্গার অম্লজানের নাও
জ্ঞান ফলের দাবী চুপচাপ এক মহিলার কাছে বসে থাক
পৃথিবীর মোহ কয় পরমানিক থামিস ক্যান পরমানু পুটলিতে ভর।
আসলে আমার কাছে কেউ কিছু চাইতে পারেনা-
বন্ধু চাইলে চাইতে পারে নগদ পাত্তি চালানের কপি
বান্ধবী চাইলে কি পায় , স্বামির পেছন থেকে দেবে উকি
প্রিয়তমা !ফুল তোলা রুমালে রেখে , আড়াল করেছি অদৃশ্য দেয়ালে
আমার ক্ষমতার ভিতর কি ছিল কি দিতাম তোমাদের-
এক খানা রাষ্ট্র বিপ্লব, লাল ইস্পাতের সুতো দিয়ে
কাগজি লেবুর বাগান, কচি ঘাসের উপর সবুজের প্রেম দিয়ে
নদীর বুকে জলের বদলে সোমরসের উচ্ছাস উতাল নারীর হাওয়া দিয়ে
আসলে সত্যি করে বলুন তো কি আছে দেবার, দিতে পারি-
আমিতো অক্ষম অথর্ব লাচার নালায়েক নাখান্দা ,নিশাচুর
আমি যখন স্বরবর্ন শিখতে দাঁত খোয়াচ্ছি
'কাফকা' দশ হাজার নবেল পুরস্কার ঝুলিতে ভরে মরে গিয়েছিল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।