যোদ্ধা
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

পূর্ব জন্মের স্মৃতি কাতর তোমার ছেলেকে
তুমি ধরে রাখো হে সর্বশেষ মাতা, অনুড়া
সে জলের রেলিং ধরে হাঁপাচ্ছে, নদীর কণায়
সে তার ‘ইউটোপিয়া’ হাঁকাচ্ছে কল্পনদে
তাড়াচ্ছে ভয়ার্ত কল্পনার পাখি অন্ধ গিরিতে।

মাগো তার ঘন ঘন ‘হেসুসিনেশন’ হচ্ছে
বিশাল মাগুর মাছের মতো বিড়াল মাছ
তার পাছা পাচার করেছে গোপনে খনিজে
সে পিছন দেখেনা আর, যুদ্ধের বাজপাখি
নিচে শ্মশান, উপরে কালশিটে আসমান।

সে এক আগুন্তক কোনো ঐতিহ্য বিহীন
অথচ ‘বল ও কণা বিদ্যার’ জাতক সে,
তার বুনো সুন্দরতা নিয়ে শেষ দেখবে
এই পৃথিবীর কে কতো জল কতবার খেলো
সে ‘ফলিং লাইনের’ অবশিষ্ট ক্রুসেডার।

যে কোনো অনুমোদন ছাড়া সে স্বাধীন
ভাসমান পাথরে ভর ওজন রেখেছে
মায়া নামক এক জাদুটুনার জন্য আসে
পৃথিবীর উপর দিয়ে ডানা মেলে
আগেই বলেছি সে পুর্ব জন্মের কাতর।

আত্মার চওয়াল বাতাসে মিলায়
তার ক্ষত ঘা থেকে রক্তপুজ গড়ায়
নূতন তর ঘা জেগে উঠে বিষাক্ত তীরে
উপশম নেই সেই পুরাতন আখ্যানে
ক্রুসের সাথে শকুনের প্রেম চিরন্তন।

মাগো শেষ স্বামীর গোরস্থান কোথায়
এখান থেকে কত দূর বলতে পারো
সে আলোবর্ষে দুরত্ব পরিমাপ করে
‘বোরাকে’ না ‘দুলদুলে’ সোয়ার হবে?
ডানে মৃত্যু বামে রক্ত সাগর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।