একটা লাল কবিতার আহ্বানে
- এস আই তানভী
.
ইউক্যালিপটাসের মতো প্রতিটা কবিতায় আজ শুধু প্রেম;
কবির মনে দৈহিক বা মানসিক "প্রেম" ছাড়া কিছু নাই।
মানবতা বা অধিকার নিয়ে ভাবার সময় নেই-
প্রতিদিন কত ফুলের অকাল প্রয়াণ, কত রক্তপাত,
অনিয়মের আতশবাজি, অসহায়ের করুণ কান্না,
কল-কারখানায়, বাজার বা অন্যের গৃহে শিশুদের বাঁচার লড়াই,
পথে ঘাটে ভুখা'র মিছিল, বেকারত্বের বোবা আর্তনাদ,
পতিতালয়ের অট্টহাসির মাঝে কত কষ্ট, ক্ষতবিক্ষত হৃদয়ে
যাত্রার পেন্ডেলে ছদ্মনামে নর্তকীর নৃত্যের ছন্দ;
হাজার রকমের হাহাকার- কবিদের মন কাঁড়ে না।
ওহে কবি- আমি বারবার আশ্চর্য হই, তোমার কাগজে
কেন হয় না লিখা সর্বসেরা একটা লাল কবিতা?
"ভাত চাই, কাপড় চাই, বাঁচার জন্যে কাজ চাই,
দাবী আদায়ের অধিকার চাই, সম্ভ্রমের দাম চাই।"
ওহে কবি, তোমার কলমের কালি থেকে ঝরুক
প্রতিবাদের ভাষা, লিখা হোক একটা সার্থক লাল কবিতা।
----------------------------
০৪/০৩/১৭ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৫-০৩-২০২০ ১১:০০ মিঃ
ওহে কবি, তোমার কলমের কালি থেকে ঝরুক
প্রতিবাদের ভাষা, লিখা হোক একটা সার্থক লাল কবিতা

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।