তোমার এক কাপ চা
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
চা দিয়েছ যতন করে
মুখে মুখে ভরে
এলাছি জিরা ডালচিনির বাহুডুরে
বগুড়া থেকে আনা খেজুরের গুঁড়ে।
চা জল হয়ে যাচ্ছে
আমার চোখ তোমাকে খাচ্ছে
হৃদয়ের রিদম আটকে গেছে মধুপুরে
পতিহীনা সতী তুমি এই ভর নগর দুপুরে।
চা খাচ্ছে ইলেকট্রিক বায়ু
প্রিয়া , আমাদের কমে যাচ্ছে আয়ু
পৃথিবীর কিচ্ছু থামবেনা তোমার সবুরে
দীর্ঘশ্বাস দেয়ালে বন্দী যাচ্ছেনা ভেসে দূরে।
চা পান করছি না কেন
চা পাতার ঘ্রান তোমার শরীর যেন
ইঙ্গিত দিয়েছে উৎস আমার হাতের নাগালে
বুনো বৃষের মতো একটিবার না’হয় আবার জাগালে।
চা পানের দিয়না গো তাড়া
আমি লক্ষ বচ্ছর তুমিহীন ঘর ছাড়া
চা শেষ হলে বলবে যাও বউ বাচ্চার কাছে
তখনি মৃত্যু আসে লাশ ফিরে যায় জীবনের কাছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।