প্রাণপ্রিয় স্বাধীনতা
- এস আই তানভী ২৫-০৪-২০২৪

.
স্বাধীনতা- তুমি কি
রাজপথে রক্তের হলি, তরতাজা প্রাণের বলি?
অস্ত্রের ঝুনঝুন, অশান্তি- দীর্ঘশ্বাসের কলকাকলি??

স্বাধীনতা- তুমি কি
দশ টাকা দরে চালের তরে ভুখার মিছিল,
না কি রাজপ্রাসাদে মধ্য রাতে রং তামাসা ঝিলমিল?

স্বাধীনতা- তুমি কি
পুঁজিপতির পকেটে সুগন্ধি রঙ্গিন রুমাল?
যা ইচ্ছে তাই করে চলা আলালের দুলাল?

স্বাধীনতা- তুমি কি
আমলাদের হাতে দিন রাতে বন্দী চাকুরীর আবেদন,
না কি হাজার বেকারের বোবা ভাষার ক্রন্দন??

স্বাধীনতা- তুমি কি
অপ্রত্যাশিত; বাবার ঘাড়ে সন্তানের লাশের খাট?
তুমি কি মন্ত্রী- এমপি আর চেলা চামচার লুটপাট??

স্বাধীনতা- তুমি কি
সমগ্র বাংলাদেশে দাঁড়ানো কয়েক'শ শহীদ মিনার?
বিশালায়তনের স্মৃতিসৌধ না কি বিজয় বাংলা ভাস্কর??

স্বাধীনতা- তুমি কি
ডাক্তার- ডায়াগনস্টিক সেন্টারের কাছে রোগীদের
জিম্মিদশা, করুণ পরিণতি বাঁচা কিংবা মরার??

স্বাধীনতা- তুমি কি
বিচার বিলম্বতায় অপরাধীদের উন্মুক্ত ডানা?
উকিল-মুক্তার, ব্যারিস্টার, বিচারকদের টালবাহানা??

স্বাধীনতা- তুমি কি
সেই সব কাপুরুষ, কুজন্মাদের ধারালো নখ
অবুঝ শিশুর মুখেও আঁকে ধর্ষণের নীল ছক?

স্বাধীনতা- তুমি কি
শিক্ষাঙ্গনেও কোটা পদ্ধতির অসীম বল?
গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর চোখের জল?

হে স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা
জানি তুমি এমন নও ; তোমাকে এমন করেছে যারা,
ইতিহাস চিনিয়ে দিবেই একদিন তারা কারা।

প্রাণের স্বাধীনতা, গর্বের স্বাধীনতা
অনাগত প্রজন্ম জানবে সেদিন- স্বাধীন বাংলাদেশে
জারজের জারজরা ছিলো ভালো মানুষের বেশে।।
----------২৫/০৩/১৮ইং

উৎসর্গঃ ২৫শে মার্চ, ১৯৭১ এর কালো রাতে শহীদ সকল প্রাণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Tanvi
২৬-০৩-২০২০ ১১:০৪ মিঃ

প্রাণপ্রিয় স্বাধীনতা
--------------এস.আই.তানভী

স্বাধীনতা- তুমি কি
রাজপথে রক্তের হলি, তরতাজা প্রাণের বলি?
অস্ত্রের ঝুনঝুন, অশান্তি- দীর্ঘশ্বাসের কলকাকলি??

স্বাধীনতা- তুমি কি
দশ টাকা দরে চালের তরে ভুখার মিছিল,
না কি রাজপ্রাসাদে মধ্য রাতে রং তামাসা ঝিলমিল?

স্বাধীনতা- তুমি কি
পুঁজিপতির পকেটে সুগন্ধি রঙ্গিন রুমাল?
যা ইচ্ছে তাই করে চলা আলালের দুলাল?

স্বাধীনতা- তুমি কি
আমলাদের হাতে দিন রাতে বন্দী চাকুরীর আবেদন,
না কি হাজার বেকারের বোবা ভাষার ক্রন্দন??

স্বাধীনতা- তুমি কি
অপ্রত্যাশিত; বাবার ঘাড়ে সন্তানের লাশের খাট?
তুমি কি মন্ত্রী- এমপি আর চেলা চামচার লুটপাট??

স্বাধীনতা- তুমি কি
সমগ্র বাংলাদেশে দাঁড়ানো কয়েক'শ শহীদ মিনার?
বিশালায়তনের স্মৃতিসৌধ না কি বিজয় বাংলা ভাস্কর??

স্বাধীনতা- তুমি কি
ডাক্তার- ডায়াগনস্টিক সেন্টারের কাছে রোগীদের
জিম্মিদশা, করুণ পরিণতি বাঁচা কিংবা মরার??

স্বাধীনতা- তুমি কি
বিচার বিলম্বতায় অপরাধীদের উন্মুক্ত ডানা?
উকিল-মুক্তার, ব্যারিস্টার, বিচারকদের টালবাহানা??

স্বাধীনতা- তুমি কি
সেই সব কাপুরুষ, কুজন্মাদের ধারালো নখ
অবুঝ শিশুর মুখেও আঁকে ধর্ষণের নীল ছক?

স্বাধীনতা- তুমি কি
শিক্ষাঙ্গনেও কোটা পদ্ধতির অসীম বল?
গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর চোখের জল?

হে স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা
জানি তুমি এমন নও ; তোমাকে এমন করেছে যারা,
ইতিহাস চিনিয়ে দিবেই একদিন তারা কারা।

প্রাণের স্বাধীনতা, গর্বের স্বাধীনতা
অনাগত প্রজন্ম জানবে সেদিন- স্বাধীন বাংলাদেশে
জারজের জারজরা ছিলো ভালো মানুষের বেশে।।
----------২৫/০৩/১৮ইং

উৎসর্গঃ ২৫শে মার্চ, ১৯৭১ এর কালো রাতে শহীদ সকল প্রাণ।