ফেইস বুকের কবি
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
আমার তো দেবী নেই দয়া নেই
তাই দক্ষিনা নেই
ফেইস বুকের অনুবাদ জানে বাংলা একাডেমী
আমি সে আয়ন ওয়ালে গেঁথে রাখি আমার বেলুন।
প্রতিষ্টিত কবি গন
মনেকর যেদিন ইশ্বরের বাম পঙ্কের বুনি চুষি
আমরা ঈশ্বর হবো
এই মর্মে চুক্তি হয়েছিল, আদমের আগে। মনেকর।
আমরা যারা ঈশ্বর হতে চাই
কেবল সে ঘুরে ফিরে নবিশের দপ্তরে নাম
আমারা ঈশ্বরের মতো
স্বয়ং সম্পাদক,প্রকাশক আমাদের গোজামিল স্মৃষ্টির।
হে মহতি কবি রাজ গন
আপনারা প্রতিষ্টিত ইত্তেফাকে ইনকিলাবে সংবাদে
ফেইস বুকে ষ্ট্যেটাস দেওয়া মান হানী
কালিদাস বা পিপিলাই পাইলে ওজার সুরে ঝারত চরণ।
আমার মনে আছে নতুন কিছুকে
গ্রহন করে না পুরাতন কিছু মগজ, মাথাধারী, গরিয়ান
যারা বেশ্যার মতো তুচ্ছ তারা এসে
ভদ্রলোকদের আমুদ যোগায়, পরে ভদ্রমহিলারা নেমে পড়েন।
ধরো নেমেছি এই বেশ্যা গিরিতে
বাবুরা ফুটানী করো ‘লিটল মেগে’ বা মহা ‘ ব্রডসিটে’
হয়তো মন্দিরের দেবদাসীর মতো
পুরুতের চোখে মাগি, আপনাদের ভবায় এক দল বান্দর।
আমরা কথা রেখিছে তোমার
হে ঈশ্বর তোমার বুনির দুধের, নিষিদ্ধ ফলের
আমরা সৃষ্টি কে মনে করি আয়ন ইমেজ
টিক তোমার মতো আলোর ফুটানি মারি, আলোময়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।