বৈরাগ্য
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
বৈরাগ্য-১
----------
লীলা করতে এসেছি
----লীলা করতে দাও
আলুর দুষ নেই
----কবির অপবাদ দেবে
বায়ুর দোষ নেই
----নিস্কাম ভগবান হবো
কাক পক্ষী উঠার আগে
-----ছেড়ে দবো,চলে যাবো।।
বৈরাগ্য-২
-------------------
অষ্ট রসের আদি রস
-------কাম রস
পান পাত্র থেক নিংড়ে ফেলে দেবো
শুধু পাত্র টা কে পান করে নেবো।
বৈরাগ্য-৩
---------
সবাই ষোড়শী চায়
সাবাই উর্বশী চায়
আমি পেয়ে ছিলাম এক জিগরের বুড়ি
বয়স ছিল তাঁর নিতান্ত চার বিশে কুড়ি।
সে আমায় শিখিয়ে ছিল কেমনে লাগাতে হয় ‘প্যাম বাম’
তাইত বোঝি বুড়ির নাতিনির দাঁতে, কাঁটে কালো জাম।
বৈরাগ্য-৪
-------------------
তাম্বুল রসে ধর সুপারি ঘ্রান
আয় মুখি ঢেলে দেই শুষ্ক পরান।
সবাঙ্গে ঘুরাবো তাই তামুকের নল
ক্ষেতের নিড়ানী দেবো পরিস কাজাল।
জল দেবো জলে ঢেকে, একদম চুপ
‘খফলের খইয়ে’ নিন্দা হবে গো বিলুপ।
গাইছি গাজির গীত রাগের অনুরাগ
নাগিনীর কলঙ্ক হবে ভুখা থাকে নাগ।
বৈরাগ্য-৫
----------------
মেঘ জমেছিল বৃষ্টির জন্য
আমার রক্তবীজ ক্রমশ বন্য
হে গন্ধরাজ সুভাষ দাও নাগীনির ডাকে
আমি ঝরব ঠিক চন্দ্র মাসের মধ্য ভাগে।
বল তাঁরে পুত্রধন হলে
বল পাবি, বলেছেন ভগবতী প্রাণ
ওর মুখে আমার পত্র লেখা
পড়ে নিতে বলো তাঁরে আমার জবান।
ও মুখ আদর করে
আদর দিস মোর গালে
গালী দিস নাম ধরে
অভিসাপ আকাশে পাতালে।
বৈরাগ্য-৬
-------------------
খেলা করছ খেলা, ভগবতী পারে
খেলা কর অসীম খাবে ভাসনার তলোয়ারে।
ভবের ঠাকুর বলেন - ভেবে দেখো মনা
" নিত্যং বিচার যুক্তেন ভবিতব্যং মহাত্ননা" ।
( যদি মুক্তি চাও তো সদা বিচার পরায়ন হও)।
আমি মুক্ত চাই, আমি প্রকৃতি, তুমি গো পুরুষ
আমাদের দুরত্ব বোঝি ত্রয়দশ্ হাজার কোটি ক্রুস
খনে তুমি নর মুই নারী-খনে তার ঘটে বিপরীত
এই সঙ্গমে উলঙ্গ প্রেমে নাই ল্বজ্জার গৎবাঁধা রীত।
বৈরাগ্য – ৭।
----------------------------
আমাকে বসিয়ে কোলে বুক জংগা চোখ দিলে
গাল টিপে আদর দিয়ে চুক্ষে এক পট্টি বাদিলে
স্বর্গের বিছানায় যুগল বদনে খেলি খেলা গন্দম
তুমি যদি হাওয়া হও আমি হই তোমার আদম
‘কূন' বলে ফুকারিলেন, ওঁম ধ্ব্বনি শুনেছিল শ্রুতি
আমি তোর ছিনাল সখা, তুই মন্দন ও দ্রুতি।
বলছে শিরিশ,চলিতার শাখা যত জাহিরে বাতিনে
আমি যে মাখাল ডুমুর একা, তোর সে ঐশ্বর্য বিনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।