পরকাল
- আরিফ শামসুল
কাজী সাহেব, আমাকে মৃত ঘোষণা করুন
টিয়ে-চেতনা লালসালুতে পুরে
পুলসিরাতে দেব হামাগুড়ি।
ফড়িঙরাজের মাথা পিঁপড়েরা টেনে নিয়ে যাচ্ছে…
সে-গুহায় উড়ুক জালালি কবুতর
হাড্ডিসার লেবুগাছের চোখ
কিছুটা অন্যদিকে বাঁকিয়ে ধরো
দেখবে, আমার ফানুস পুড়ে পুড়ে
বৌদ্ধমন্দিরের মাথা দিয়ে যাচ্ছে উড়ে;
ততক্ষণে হঠাৎ
আয়না দেখতে বসবে প্রিয়মুখ!
| সকাল ১০:৫০ | শুক্রবার | ১৫ আগস্ট ২০১৪ |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।