একদিন তুমি কিংবা আমি
- শাওন সারথি

একদিন তুমি কিংবা আমি
অথবা এই নরম ঘাস।
অন্ধকার আরও কিছুটা গাঢ় হলেই
ঝাউবনের আড়ালে শুয়ে রব।
নিস্তব্ধ তিমিরে নিঃসংকোচে।
কোনোদিন আর জাগবোনা ভেবেই
ওষ্ঠের নরম স্বাদ স্পর্শ করবে চিবুক
তোমার আঁচল ছোঁয়ার আকাংখায়।
একদিন তুমি কিংবা আমি
বিশুদ্ধ ঘামের বিন্দুর মতই ফোটায় ফোটায়
আমাদের উন্মুক্ত বুকের পরে নিঃসংকোচে।
একদিন তুমি কিংবা আমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।