নির্বাক আহ্বান
- শাওন সারথি
আমি দেবো বলিয়া তোমায় আনিয়াছি এই সন্ধ্যায়,
ভালোবাসার উৎসবে মাতিয়া দুজনার তন্দ্রায়।
চাঁদের বাহুডোরে দিয়াছি তাই তোমার নামটি লিখে,
ভালোবাসি বলিয়া চিৎকারে রংধনুর চারিদিকে।
হৃদয়ের গহনে করিয়াছি সখা তোমারই কামনা,
কম্পিত আকাশের উদ্ভ্রান্ততায় ঐ বন্ধুত্তের ঘোষণা।
ত্রিশিত আঙিনা মাতিয়াছে তাই তোমার সৌরভে,
বন্ধুত্তের বাহুদ্বয় দিয়াছি খুলিয়া এই গৌরবে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।