বিবেককে জাগাতেই হবে
- এস আই তানভী
.
এই তো, ক্ষণিক আগে বয়ে গেলো
কী ভীষণ ঝড়, দিয়ে গেল প্রলয়ঙ্কারী বৈশাখের
আগমনী বার্তা; বৈশাখের ঠিক এক দিন আগে,
তখন ভাবছিলাম- মঙ্গল শোভাযাত্রা আজই,
প্রভাতকালে বের করা জরুরী ছিলো।
মঙ্গল শোভাযাত্রা! ঢাক-ঢোল বাজিয়ে,
নিজে সেজেগুজে, প্রকৃতিকেও সাজিয়ে,
আবির রাঙায়ে গেলো বারেও তো হয়েছিলো
কাড়ি কাড়ি মুক্ত খরচ করে; তবুও
ঘটে গেলো কত অমঙ্গলকর ঘটনা- খুন, ধর্ষণ,
গুম, অপহরণ, শ্লীলতাহানি, মানহানি,
বাবার কাঁধে সন্তানের অনাকাঙ্ক্ষিত লাশ,
মায়ের সামনে মেয়ের সম্ভ্রম লুট, সড়কে
নিভে গেলো কতজন অসময়ে---
মঙ্গল শোভাযাত্রা হয়েছিলো গতবারও; তবুও
পুড়ে গেলো কত ইমারত, কত জীবন!
নদী কেড়ে নিলো কত বসতভিটা, বন্যায় কত
ফসলের ক্ষেত বিলীন হলো, খরাতে কত
কৃষকের বুক ফেটে চৌচির হলো, ঝড়ের জোরে
ভেঙ্গে গেলো কত বৃক্ষ, ঝরে পড়লো কত ফল!
কোন লাভই হয় নি, শুধু শুধু মিথ্যে বিশ্বাস,
শুধু শুধু নিষ্ফলা, অর্থের লোকশান,
আমি ধর্মের আলোকে নয়, বিবেকের রাজ্যে
আগুন জ্বালিয়ে জ্বালাতে চাই মানবতার আলো।
পথশিশুদের হাতে হাতে একটা করে
টি-শার্ট দিয়ে আনন্দ পাওয়া যায় অনেক,
একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার
আর্থিক সহযোগিতায় মনকে শীতল করা যায়,
একজন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করেও
তৃপ্তির ঢেকুর তোলা যায়, দেশ জুড়ে আনাচে-
কানাচে, ছড়িয়ে ছিটেয়ে থাকা অনাহারীর
মুখে একবেলা খাবার দিয়েও পেতে পারি
অমৃত হাসির ফোয়ারা; হ্যাঁ মানুষ, মানুষ হয়ে
মানুষের তরে ভালোবাসা দেখিয়ে পেতে পারি
মঙ্গলকর দোয়া; রাখ তোর মঙ্গল শোভাযাত্রা।
বিবেককে নিজেদেরই জাগাতে হবে;
তা না হলে শত শত মঙ্গল শোভাযাত্রা করেও
অমঙ্গলকর সময় হতে বেরুতে পারবো না কেউ-ই।।
----------------------
১৩/০২/১৯ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।