দুলাইন শুনেছিলাম বলে
- দজিয়েব
বহুকাল আগে এক কবি
আমাকে দুটো লাইন শুনিয়েছিলো আর বলেছিল,
"এ দুটোই সই।
এর থেকে বেশি কিছু লিখলে আমি মারা যাব রক্তভেদে।"
ও দুটো লাইন বেচেই আমি অজস্র কামিয়েছি,
আমার আয়ের একমাত্র উৎস এখনো ওরাই।
ও দুটো লাইনের উপরে আমি কৃতজ্ঞ খুব,
ওদের যে লিখেছিল সে কবি
মরে গেছে কিনা আমি জানিনা,
তাঁকে খোঁজার কোনো চেষ্টা আমি করিনি কখনো।
আপনারা আমাকে অকৃতজ্ঞ বলতে পারেন,
আমি নিজেকে কিছুই বলিনা।
-১৬.০৪.২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।