তাকাও ফিরে
- রফিকুল ইসলাম রফিক

কে দেয় তোমারে দাম ভালোবাসা লম্বা স্যালুট
কদমবুসি ঐ সোনা পায়,নিজেকে হারায়
তারে আজো চিনলে না আমার শহুরে বাবু
তারেই তুমি সব সময় করে যাও কাবু,
ক্যানরে বাবু?
প্রতিদিন খাও যেই তরতাজা সব্জি আনাজ
সরু সরু মিহিমিহি পাইজাম, মিনিকেট চাল
খাঁটি সরিষার তেল, মুগ আর মসূরের ডাল
কে দেয় তোমারে বল আমার শহুরে বাবু?
তারেই তুমি সব সময় করে যাও কাবু,
ক্যানরে বাবু?
সবুজ মাঠের রাজা আমার বাংলার কৃষক
বল অতটা সে পায়? যত টা সে দেয়।
এবার তাকাও ফিরে করিও না অবহেলা আর
অনেক কষ্ট বাবু এ জীবনে এই মনে তার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।