বৃষ্টিতে ভিজব বলে
- দজিয়েব

আকাশের মেঘকে ডেকে বলি, "এই মেয়ে, শোনো?"
লক্ষ্মী মেয়ের মতো সেও কাছে চলে আসে;
একমুখ হাসি দিয়ে বলে, "কি চাও হে, ছেলে?"
আমি তারে বলি, "এতো যে উড়াউড়ি করো আকাশে,
তোমার কি ইচ্ছে হয়না বৃষ্টি হয়ে ঝরে যেতে কারো গায়ে!"
আমার কথা যেন সে শুনতে পেলোনা;
আনমনে বলে উঠলো,
"জানো, কতো মানুষের সাথে দেখা হয় রোজ!
কথা হয় কতোশতো পাখির সাথে;
কতো গৃহবধূ আঁতকে ওঠে আমাকে দেখে,
কতো প্রেমিক কবিতা লেখে..."
মেঘ আরোকথা বলতে থাকে,
আমি কিছু শুনতে পাইনে;
প্রচণ্ড আলোয় অন্ধকার হয়ে ওঠে চারিদিক
আমি চোখ বুজে ফেলি,
বৃষ্টি হয়ে ঝরে যাক মেঘ-
আজ ভিজব আমি!


-২১.০৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

০২-০৫-২০২০ ২০:৪৬ মিঃ

সবাই আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি এই কামনা করি। আর এই নিস্তব্ধতার দিনগুলো অতিদ্রুত যেন শেষ হয়ে যায়!

০২-০৫-২০২০ ২০:৩৩ মিঃ

আমি আর কি বলবো, আমার যে বয়স তার দ্বিগুন অসুখ নিয়ে বয়ে বেড়াচ্ছি..বেঁচে থাকার প্রচেষ্টা চালাচ্ছি আর কি!

০২-০৫-২০২০ ২০:৩০ মিঃ

আমার মন ভিজতে ভালবাসে আপু, আমার শরীর বাসেনা। শরীর ভদ্রলোকটি নানান অসুখ বয়ে বেড়ান, একটু ঠান্ডা লাগলেই সেগুলো আমাকে গোঁতাতে শুরু করে!

০২-০৫-২০২০ ২০:২৮ মিঃ

ভিজতে ভালোবাসেন?

২১-০৪-২০২০ ১৪:২২ মিঃ

শ্রুতিমধুর  লেখা