এক পেয়ালা সুরা
- দজিয়েব

এক পেয়ালা সুরা হাতে
উন্মাদনায় আছি মজে;
ঘুমিয়েছি দীর্ঘ রাত
মদ্যপানে শুরু প্রভাত।

নাচছে সখী বাজছে নূপুর
প্রেম পিয়াসে দগ্ধ দুপুর;
কাঁপলো আঙুল ভাঙলো কাঁচ,
কোন অসুখের লাগলো আঁচ!
তীক্ষ্ণ কাঁচ, ঝরছে খুন
জ্বালিয়ে প্রেমের রাঙা উনুন।

হোক সে দুপুর হোক সে রাত
মদিরাতে দিলকি বাত।

Oct 31, 2016


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৪-২০২০ ১৩:১১ মিঃ

অনুপম, অতুলনীয়