এক পেয়ালা সুরা
- দজিয়েব ২৬-০৪-২০২৪

এক পেয়ালা সুরা হাতে
উন্মাদনায় আছি মজে;
ঘুমিয়েছি দীর্ঘ রাত
মদ্যপানে শুরু প্রভাত।

নাচছে সখী বাজছে নূপুর
প্রেম পিয়াসে দগ্ধ দুপুর;
কাঁপলো আঙুল ভাঙলো কাঁচ,
কোন অসুখের লাগলো আঁচ!
তীক্ষ্ণ কাঁচ, ঝরছে খুন
জ্বালিয়ে প্রেমের রাঙা উনুন।

হোক সে দুপুর হোক সে রাত
মদিরাতে দিলকি বাত।

Oct 31, 2016

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২২-০৪-২০২০ ১৩:১১ মিঃ

অনুপম, অতুলনীয়