প্রেম কুটার না বড়শি।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
অধিক
ফলনের আশায়
কাঠাল বৃক্ষে
‘কয়েল’ পরিয়ে দিয়েছি।
বৃক্ষবিদ কবি-
প্রতিটা পেরেক থেকে
কস
কস থেকে
রক্ত
রক্ত থেকে
বিষ
বিষ কাঁটালির গায়ে
আশির্বাদ করতে এসো।
কেক কাটার সময়
ঘনিয়ে আসছে
অথিতিরা আসছে না
কেন?
অথিতির হাতে
কুটার
কুটারের মাথায় মুকুট
মুকুটের ভেতর কাঁটা
কাঁটায়
অগ্নি
অগ্নিতে গোলাপ।
কাঠাল গাছে
গোলাপ ফুটেছে
কপিলা নারী
রূপ ঝরাও
মরা হ্রদে।
হ্রদে বড়শি
বড়শিতে মরা মাছ
মাছের কানকোয়
হীরা
হিরার কাঁটায় মৃত্যু
হিরণ্ময় মরণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।