অপারগ
- Subrata Bhattacharjee
চলো না
যাই
আলো মাখি গায়ে
সাদা নয়
রঙিন কিছু ভালো
পিচরাস্তায়
হাতে হাত রেখে হাঁটি..
চলো না
বিকেলের মাঠে একাকী দুজন
তুমি আইসক্রিম
আমি শালপাতা চাটি..
চলো না
বেয়াড়া হই
নির্লজ্জ হয়ে বৃষ্টি ভিজি..
চলো না
ওই কালো গলিটায়, কৃষ্ণচূড়া বাঁকে..
দুয়ে মিলে
আগামী'কে সোনা মোড়া করে
আলতো রাখি তাকে ।
চলো না….
আমি ম্লান হাসি
আড়ালে ভাবি, পিছন-পিঠে
কি করে যে বলি
দূর পাগলী !
আমি কি অত শক্ত নাকি, নরম খাটে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।