বার্তা
- মুহাম্মাদ শরিফ হোসাইন - যমজ
অন্য সব মান্য করি
শুধু আমাদের,বার্তা-বাহক;
নূর মানি না।
সব মান্য করি
শুধু আমাদের,শুসংবাদদাতাই;
আখের মানি না।
কি হলো তাতে?
তোমার একাল গেলো বৃথা,
ওকাল যাবে গুছে।
জেনে রেখো ,ভাই
দয়াল যিনি
রহমত হয়ে-
এলেন এই বসুধার দ্বার;
তিনিই কাল করবেন পার
যদি মান্য করো,
সাঁরে চার হাজার গুণাবলীসহ সেই অপার স্বত্বার।
_মুহাম্মাদ শরিফ হোসাইন, ৩ ভাদ্র ১৪২১।
উৎসর্গঃ
ঈমানী সবাইকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।